UsharAlo logo
রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বেশী লাভের আশায় চিংড়িতে অপদ্রব্য পুশ : ট্রান্সপোর্ট কোম্পানিকে জরিমানা

pial
জুন ২৯, ২০২২ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট-খুলনা মহাসড়কের রুপসা খান জাহান আলী সেতু এলাকায় র‌্যাবের অভিযানে জেলি পুশ করা ৫০ কেজি চিংড়ীমাছ জব্দ করা হয়েছে।

অসাধু ব্যবসায়ীরা বেশী মুনাফার আশায় রপ্তানিকারক চিংড়ীতে অপদ্রব্য পুশ করে বিদেশে আমাদের সুনাম নষ্ট করছে এমন গোঁপন খবরের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (২৯ জুন) রাতে রুপসা সেতু এলাকায় অবস্থান নেয় এবং জানতে পারে রূপসা ব্রীজ এলাকা হতে কতিপয় ব্যক্তি ট্রাকে করে অবৈধভাবে পুশ করা চিড়িং মাছ পরিবহন করছে।
এ সময় আভিযানিক দলটি ওই ট্রাকে হানা দেয়। পরে রূপসা উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তার সহযোগীতায় ভ্রাম্যমান আদালত করে অবৈধভাবে অপদ্রব্য পুশ করা চিড়িং মাছ বহন করার দায়ে মৎস্য পণ্য আইন ২০২০ এর ৩৩(৫) ধারা মোতাবেক একটি ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি সাতক্ষিরার সুলতানপুর গ্রামের মোঃ লিটন হোসাইন (৩২) কে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
আর অপদ্রব্য পুশ করা ৫০ কেজি চিড়িং মাছ জব্দ করে তা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। খুলনা র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে বুধবার (২৯ মে) সকালে দেয়া এক মেইল বার্তায় এ তথ্য জানানো হয়।

(ঊষার আলো-এফএসপি)