UsharAlo logo
মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৈদ্যুতিক গোলযোগে ঢামেকে আগুন: স্বাস্থ্যমন্ত্রী

usharalodesk
মার্চ ১৭, ২০২১ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বৈদ্যুতিক গোলযোগের কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নতুন ভবনের তৃতীয় তলার আইসিইউতে আগুন লেগেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ ১৭ মার্চ বুধবার দুপুরে মহাখালীতে এক অনুষ্ঠানে তিনি কথা জানান।
এদিকে অগ্নিকাণ্ডের পর রোগীদের স্থানান্তরিত করার সময় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
তিনি বলেন, সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩ টি ইউনিট আগুন নিভাতে কাজ করেছে।

(ঊষার আলো- এম.এইচ)