UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বোনাস

ঊষার আলো
মে ১৩, ২০২১ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

বোনাস

অমিয় দত্ত ভৌমিক

ও মনো…
বোনাস কিল্লাই দেয়?
বুঝতেয়ারছ কিছু?
হগ্গলেই যে চাইয়া থাহে
বোনাসের পিছু
অপিস থেইক্যা পাইছি কত
হেইডা কেমনে কই
হাতে যহন আইছে এইডা
হইয়া যাইবো খই
বাস লঞ্চ রিশকায় চড়
বেবাক জাগায় বোনাস
দশ টাকারটা বিশ টাকা দেও
হইতে আছে মাইনাস
আইতে যাইতে বেবাক গেলো
কষ্ট করলাম ফাউ
বোনাস আমার গেলো কই
বুঝতারলামনা বাউ।

(সূত্র: বাংলা নিউজ টুয়েন্টি ফোর)

(ঊষার আলো-এফএসপি)