ঊষার আলো ডেস্ক : ডাচ-বাংলা ব্যাংকের আইটি কর্মকর্তা সহযোগির সাথে মিলে ব্যাংকেরই ২ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকা আত্মসাৎ করলেন। বিপুল পরিমাণ এই অর্থ আত্মসাত চক্রের মূলহোতা শনাক্তসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ জুন) বিকেলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ডাচ-বাংলা ব্যাংকের আইটি কর্মকর্তা ও তার সহযোগীকর্তৃক ২ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকা আত্মসাৎ চক্রের মূলহোতা শনাক্তসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
(ঊষার আলো-এমএনএস)