UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংক লেনদেনের নতুন সূচি নির্ধারণ

pial
নভেম্বর ৩, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ব্যাংক লেনদেনের ও অফিসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। আর বিকাল ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে।

নতুন এ সময়সূচি ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে।
আজ বৃহস্পতিবার (০৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
জানা যায়, বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফিস ও ৩টা পর্যন্ত লেনদেন চলছে।

সম্প্রতি সরকারি অফিস শুরু এবং শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।

(ঊষার আলো-এফএসপি)