ক্রীড়া ডেস্ক : বাঁচামরার টেস্টে ব্যাটিংটা জুতসই হয়নি ভারতের। প্রথম ইনিংসে অলআউট হয় ১৮৫ রানে। তবে বল হাতে ঠিকই দায়িত্ব নিয়েছে জাসপ্রিত বুমরাহর দল। এই রানের দুর্দান্ত বোলিং করে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৮১ রানে অলআউট করে সিডনি টেস্টে পেয়েছে ৪ রানের লিড।
এরপর মাঝে লড়াই করলেও খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে লিডটাও নিতে পারেন সফরকারীরা। মাত্র ৫১ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায় তারা।
যেখানে দলীয় সর্বোচ্চ ৫৭ রান করেন অজি ব্যাটার বিউ ওয়েবস্টার। অন্যদিকে ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও প্রাসিধ। দুটি করে উইকেট তুলেছেন বুমরাহ ও রেড্ডি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ভারত। বেশ আগ্রাসী ক্রিকেট খেলছে দলটি। ২ ওভারে ১৬ রান তুলেছে এরইমধ্যে। দলকে পথ দেখাচ্ছেন তরুণ যশস্বী জয়সওয়াল।
ঊষার আলো-এসএ