UsharAlo logo
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাট হাতে তাণ্ডব, ১৫ বলেই ইতিহাসে গড়লেন ইমন

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ৪:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ইতিহাস গড়েছেন জাতীয় দলের ব্যাটার পারভেজ হোসেন ইমন। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নেমে মাত্র ১৫ বলে ফিফটি করেছেন আবাহনীতে খেলা এই ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে তো বটেই, স্বীকৃত ক্রিকেটেই বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটি এখন ইমনের।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যএ দ্রুততম ফিফটির রেকর্ড এতদিন ছিল শুভাগত হোমের দখলে। ২০১৯ সালে প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি সংস্করণে ১৬ বলে ফিফটি করেছিলেন হোম।

ঈদের ছুটি শেষে রোববার (৬ এপ্রিল) মাঠে ফিরেছে ডিপিএল। নবম রাউন্ডের ম্যাচে বিকেএসপিতে শাইনপুকুরের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। লো স্কোরিং ম্যাচে শাইনপুকুরকে ৮৮ রানে গুটিয়ে দিয়ে মাত্র ৬.৪ ওভারেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী।

আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকতের স্পিনজালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যান শাইনপুকুর। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে মিনহাজুল আবেদিনের ব্যাটে। সৈকত একাই ৪ উইকেট শিকার করেন। দুটি করে উইকেট যায় রাকিবুল হাসান এবং রিপন মন্ডল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইমনের ঝড়ো ফিফটিতেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ১৫ বলে ফিফটি ছোঁয়া ইমন শেষ পর্যন্ত অপরাজিত থাকে ৬১ রানে। ২৩ বলে খেলা তার বিস্ফোরক ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কার মার।

ঊষার আলো-এসএ