ঊষার আলো ডেস্ক : ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুজিবুর রহমান জানান, বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টায় জয়নাল পার্ক সংলগ্ন এলাকায় পুরনো ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে তিন শিশু মারা যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হচ্ছে, ময়মনসিংহ মহানগরীর সানকিপাড়ার রতন মিয়ার ছেলে আহাদ হসেন (১০), নাসির উদ্দিনের ছেলে সায়েম হোসেন (৮) ও নিহত অপর একজনের (৯) পরিচয় জানা যায়নি।
নিহত আহাদের মা ঝুমুর জানান, সকাল ১০টায় দোকানে খাবার কেনার কথা বলে ১০টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায় আহাদ। এরপর দুপুরে জানতে পারেন তার ছেলে পানিতে ডুবে মারা গেছে। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)