UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি, রিয়াল খুঁজছে কোচ!

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৫ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

খুব বড় কোনো মোড় না নিলে, যা ঘটবে তা অনুমেয়। রিয়াল মাদ্রিদ ছাড়তে হচ্ছে কার্লো আনচেলত্তিকে। তা হতে পারে কাল, পরশু কিংবা এবছরের জুনে। স্প্যানিশ গণমাধ্যমগুলো সোমবার এমন খবরই দিয়েছে। একই সঙ্গে এটাও জানিয়েছে, আনচেলত্তির ফাঁকা জায়গায় নতুন কাউকে নিতে তোড়ঝোড় চালাচ্ছে স্পেনের চ্যাম্পিয়নরা।

স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। দ্য অ্যাথলেটিকের খবরও এমন। সংবাদ মাধ্যম রেলেভো দাবি করছে, ২৫ মে লা লিগা শেষ হতেই চাকরি খোয়াবেন ভিনি-এমবাপেদের ইতালিয়ান বস। তার পরবর্তী গন্তব্য হতে যাচ্ছে ব্রাজিলের ডাগ আউট।

রেভেলা জানিয়েছে, ব্রাজিলের কোচ হওয়ার প্রশ্নে দুই পক্ষের আলাপ অনেকটাই এগিয়ে গেছে। ৪ ও ৯ জুনের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেলেসাওদের ডাগ আউটে দেখা যাবে কার্লোকে। তবে এখনো চূড়ান্ত হয়নি কোন কিছুই। যদিও কদিন আগে বার্নাব্যুতে ব্রাজিলের প্রতিনিধিও ঘুরে গেছে। তখন থেকেই গুঞ্জনকে বাস্তব ভাবা হচ্ছে। অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষনার।

রিয়ালে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত। রিয়ালের অনুশীলন গ্রাউন্ডের সূত্র ‘দ্য অ্যাথলেটিক’কে জানিয়েছেন, ড্রেসিং রুমে খেলোয়াড়দের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দিয়েছেন আনচেলত্তি। ক্লাবকেও জানানো হয়েছে। তারা আনচেলত্তির কাছ থেকে জরিমানা দাবি করবে না। উল্টো যাওয়ার আগে তার যত পাওনা সব মিটিয়ে দেবে লস ব্লাঙ্কোসরা।

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে রিয়াল ডাগ আউটে আনচেলত্তিকে দেখা যাবে না। তবে এখনও কাউকে নতুন করে নিয়োগ দেওয়ার কথায় এগোয়নি রিয়াল। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিলে সে দৌড়ে রিয়ালের ফুটবল পরিচালক সান্তিয়াগো সোলারি এগিয়ে। স্থায়ীভাবে নতুন কাউকে নেওয়ার আলোচনায় বায়ার লেভারকুসেন কোচ জাবি আলোনসো। কার্লো আনচেলত্তির ছেলে দাভিদ আনচেলত্তির নামও শোনা যাচ্ছে বেশ। তবে এখনও সব অনিশ্চিত।

বিশ্বকাপ বাছাইয়ে গত মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারে ব্রাজিল। এরপর ব্রাজিল কোচের পদ থেকে বরখাস্ত হন দরিভাল জুনিয়র। তখন থেকেই ফাঁকা পড়ে আছে পদটি। ব্রাজিল এবার কাউকে পূর্ণকালীন দায়িত্ব দিতে চায়। সেটা হতে যাচ্ছে আনচেলত্তি, অপেক্ষা আনুষ্ঠানিক সিদ্ধান্তের।

ঊষার আলো-এসএ