ঊষার আলো ডেস্ক : ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, তারা সর্বশেষ বিশ্বকাপ জয় করেছে ২০০২ সালে। এশিয়ার মাটিতে (জাপান-দক্ষিণ কোরিয়ায়), এরপর বহু বছর কেটে গেছে। দুই দশক, ব্রাজিল আর বিশ্বকাপের ফাইনালও খেলতে পারেনি। এ সময়ের মধ্যে ২০১৪ সালে সেমিফাইনাল খেলাই ছিল তাদের সেরা ফলটি।
ফের এশিয়াতে হচ্ছে বিশ্বকাপ। কাতারের এ টুর্নামেন্টে গ্রুপ ‘জি’ তে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার দিবাগত রাতে সার্বিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা। এর আগে ব্রাজিল কোচ তিতে বলেন, ব্রাজিলের ২০ বছর বিশ্বকাপ জেতার দায় তার না। রাশিয়া বিশ্বকাপে তার অধীনে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে ব্রাজিল।
সংবাদ সম্মেলনে তিতে এই নিয়ে বলেছেন, ‘ব্রাজিল ২০ বছর বিশ্বকাপ জেতে না, এ দায় আমার না। আমি ৪ বছর ধরে দায়িত্বে আছি। জানি ব্রাজিলের একটা সুন্দর ইতিহাস রয়েছে আর মানুষজন ফুটবলে মুগ্ধ। স্বপ্ন দেখা আমাদের জীবনের অংশ কাজে আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি। যদি সেটা না হয় তাহলে সেরা জায়গায় যাওয়ার স্বপ্ন দেখবো।’
‘রাশিয়া বিশ্বকাপের আগে ২ বছর হাতে সময় ছিল দল সাজানোর জন্য আর আমি এসেছিলাম উদ্ধার করতে। এখন ব্যাপারটা আলাদা, কারণ আমি যেভাবে চেয়েছি, সেভাবে দল সাজানোর যথেষ্ট সুযোগ পেয়েছি। এর জন্য চার বছর আগের চেয়ে আমার আজকের অনুভূতি একদমই আলাদা। আর এত কাজ করার জন্য আমি নার্ভাস না।’
(ঊষার আলো-এফএসপি)