UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিলে মাদকবিরোধী অভিযানে নিহত অন্তত ২১

pial
মে ২৫, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের মাদকবিরোধী অভিযানে অন্তত ২১ জন প্রাণ হারিয়েছে। বুধবার (২৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ তথ্য জানায়।

স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ মে) গোলাগুলিতে আহত আরও সাতজন আহত হয়েছে। হতাহতের ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেন। এছাড়া পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা হচ্ছে।

রিও ডি জেনেরিও শহরের ভিলা ক্রুজেইরো নামের বস্তিতে মঙ্গলবার পুলিশ ও গ্যাং সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এটিকে পুলিশের অন্যতম ভয়াবহ অপারেশন হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। আর এর ১ বছর আগে একটি অপারেশনে মারা গিয়েছিল মোট ২৮ ব্যক্তি।

(ঊষার আলো-এফএসপি)