UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিল সমর্থকের ছুরিকাঘাতে জখম ১

ঊষার আলো
জুলাই ১১, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কক্সবাজারের টেকনাফ উপজেলায় ব্রাজিলের সমর্থকের ছুরিকাঘাতে জখম হয়েছেন আর্জেন্টিনার সমর্থক ইকবাল হোসেন (৩০) নামের যুবক। রোববার (১১ জুলাই) কোপা আমেরিকান কাপের ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবল ম্যাচ শেষে উপজেলার মহেশখালীয়াপাড়া গ্রামে তাকে এই ছুরিকাঘাত করা হয়।  আহত ইকবাল মহেশখালীয়া পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। ভোরে হ্নীলা এলাকার চায়ের দোকানে বসে অনেকে খেলা দেখছিলেন। টানটান উত্তেজনায় ভক্তরা স্ব স্ব পছন্দের দলকে সমর্থন দিচ্ছিলেন। এক পর্যায়ে ব্রাজিল হেরে গেলে ক্ষুব্ধ হয়ে রিদুয়ান নামে ব্রাজিলভক্ত আর্জেন্টিনার খেলোয়াড় ও সমর্থকদের গালি দিতে শুরু করেন। এ নিয়ে তর্কবিতর্কের এক পর্যায়ে ইকবালকে ছুরিকাঘাত করেন রিদুয়ান। এতে গুরুতর আহত অবস্থায় ইকবালকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

(ঊষার আলো-আরএম)