UsharAlo logo
রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ঊষার আলো
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :জেলার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে হাফিজুল মিয়া (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গঙ্গাসাগর নতুন রেলব্রিজ লাইনের ওপর থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ।তিনি আখাউড়ার বনগজ গ্রামের আব্দুল খালেক মিয়ার ছেলে।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিম হোসেন শিকদার বলেন, হাফিজুল মিয়া মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। গভীর রাত থেকে ভোরের কোনো এক সময়ে অজ্ঞাত ট্রেনের নীচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ঊষার আলো-এসএ