UsharAlo logo
শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়া অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

ঊষার আলো
ফেব্রুয়ারি ৩, ২০২৩ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রেলস্টেশনের প্রধান গেইটের সামনে থেকে অজ্ঞাতনামা ৪০ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যুর পর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ২টার দিকে ওই নারী মারা যান। ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. হাতেম আলী ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে স্টেশনের গেইটের সামনে অজ্ঞাত এক নারী পড়েছিল। স্থানীয়রা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। পরবর্তী লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি।

তিনি আরও বলেন, ওই বৃদ্ধার লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন। বৃহস্পতিবার রাতে বেওয়ারিশ লাশের দাফনকাজ সম্পন্ন হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।