UsharAlo logo
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩০ হেফাজতকর্মী আটক

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ইসলামের তাণ্ডবলীলার ঘটনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ৩০ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়াল ২৩৭ জনে। বৃহস্পতিবার(১৫ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে এ তথ্য জানা যায়।

পুলিশের সূত্র জানায়, আটককৃতরা হলেন, হেফাজতের কর্মী-সমর্থক। এদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি, সরাইল থানায় দুটি, আখাউড়া রেলওয়ে থানায় একটিসহ মোট ৫৫টি মামলা দায়ের হয়। এসব মামলায় ৪১৪ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা প্রায় ৩৫ হাজার লোকের নামে মামলা হয়েছে।

গত ২৬ থেকে ২৮ মার্চ কর্মসূচি চলাকালে তাণ্ডব চালায় হেফাজত। এ সময় শতাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে তাণ্ডব চালানো হয়।

(ঊষার আলো-আরএম)