ঊষার আলো ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং। তিনি শুক্রবার মারা গেছেন। অসুস্থ সায়মন ড্রিং এর তলপেটে সার্জারি চলাকালে লন্ডনে তার মৃত্যু হয়। মঙ্গলবার (২০ জুলাই) সাইমন ড্রিং এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাংলাদেশি বন্ধু সাংবাদিক তুষার আব্দুল্লাহ। নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে নিরীহ বাংলাদেশিদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সাংবাদিক সায়মন ড্রিং। সাইমন ড্রিং বাংলাদেশে ২০০০ সালে এসেছিলেন এ দেশের ১ম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি গড়ে তোলার প্রধান কারিগর হিসেবে। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর একুশে টিভি বন্ধ করে দিয়েছিলেন। ২০০২ সালের অক্টোবরে সরকার সাইমন ড্রিংয়ের ভিসা এবং ওয়ার্ক পারমিট বাতিল করে তাঁকে অবিলম্বে বাংলাদেশ ত্যাগের আদেশ দিলে তিনি চলে যান। ১৯৪৫ সালে তার জন্ম হয়েছিলো ইংল্যান্ডে। তিনি সংবাদপত্র এবং টেলিভিশনের সাংবাদিক হিসেবে কাজ করেছেন ১৮ বছর বয়স থেকে।
(ঊষার আলো-আরএম)