UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্র্যাকের ৫০ বছর পুর্তি উপলক্ষে বাগেরহাটে আইনি পরামর্শ প্রদান কর্মশালা

pial
ডিসেম্বর ৫, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : বে-সরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের ৫০ বছর পূর্তি এবং নারী নির্যাতন প্রতিরোধ কল্পে আন্তর্জাতিক প্রচারাভিযান পক্ষ উযযাপন উপলক্ষে বাগেরহাটে ব্র্যাক কর্মী ও তাদের পরিবারদের আইনী পরামর্শ বিষয়ক কর্মশালা করা হয়েছে।

সংস্থার সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে রবিবার দিনব্যাপী ব্র্যাক কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ প্রদান করা হয়। আইনি পরামর্শ প্রদান করেন প্যানেল আইনজীবি অ্যাডভোকেট মো: মোছলেম উদ্দিন। বিজ্ঞ আইনজীবি দিনব্যাপী পারিবারিক আইন, ভূমি আইন এবং ফৌজদারী আইন সম্পর্কে সরাসরি ও অনলাইনে পরামর্শ প্রদান করেন। কর্মীদের আইনি পরামর্শ পেতে জেলা পর্যায়ে সার্বিক সহযোগিতা করেন কর্মসুচীর জেলা ব্যবস্থাপক পলাশ হালদার ও ডেপুটি ম্যানেজার মো: ইসমাইল হোসেন। এ সময় জেলার সকল উপজেলার অফিসার গণসার্বিক সহযোগিতা করেন।

(ঊষার আলো-এফএসপি)