UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভটভটির সঙ্গে সংঘর্ষে সিএনজির চালকসহ দু’জন নিহত

ঊষার আলো
জানুয়ারি ১০, ২০২২ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: পাবনার ঈশ্বরদীতে ভটভটির সঙ্গে সংঘর্ষে সিএনজির চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দিকশাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজন নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে বাবলু হোসেন (২৫)। অপরজন নিহত সিএনজি চালকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আহতরা হলেন, ঈশ্বরদীর আমবাগান এলাকায় ডলি খাতুন ও আনোয়ারা খাতুন এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার মহরম আলী ও শাহিন হোসেন।

ঈশ্বরদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল বাশার এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে ঈশ্বরদীর  দিকে যাচ্ছিল। সিএনজিটি পথিমধ্যে দিকশাইল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভটভটির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক ও একজন যাত্রী নিহত হয়।

পরে এ ঘটনায় গুরুতর আহত চারযাত্রীকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।