UsharAlo logo
শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাইয়ের লাঠির আঘাতে বোন নিহত

pial
জুন ৭, ২০২২ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : গাইবান্ধার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামে তুচ্ছ ঘটনা নিয়ে মঙ্গলবার (৭ জুন) ভাইয়ের লাঠির আঘাতে বোন নাদিরা বেগমের মৃত্যু হয়েছে। নাদিরা একই গ্রামের মো. নাদের মিয়ার স্ত্রী।

স্থানীয়রা বলেন, পাশাপাশি দুই ঘরে ভাই লেবু মিয়া ও বোন নাদিরা বেগম বসবাস করতেন। বৃষ্টির সময় বোনের ঘরের চাল বেয়ে পানি ভাইয়ের ঘরের চালে যাওয়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে লেবু ও তার পরিবারের সদস্যরা নাদিরা বেগমকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধোর করে। এতে নাদিরা অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার ওসি মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর লেবু মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী সোনই বেগম এবং পুত্রবধূ আঁখি বেগমকে আটক করা হয়েছে। আর এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(ঊষার আলো-এসএইস)