UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

usharalodesk
জানুয়ারি ১২, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়িয়া নতুন পাড়ায় গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্যারালাইসিসে আক্রান্ত আব্দুল হামিদ (৭০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি স্থানীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবের বাবা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ মধ্যরাতে আগুন লেগে যায়। পরিবারের অন্য সদস্যরা ঘর থেকে বের হতে সক্ষম হলেও হাঁটাচলার অক্ষমতার কারণে আব্দুল হামিদ বের হতে পারেননি। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

চাটমোহর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলেও সরু রাস্তার কারণে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ লাখ টাকার সম্পত্তি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।

নিহতের ছেলে মাহবুব বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। হাঁটাচলা করতে পারতেন না। আগুন লাগার পর আমরা সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।’

চাটমোহর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আব্দুল মোত্তালেব বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। ঘটনাস্থলে পৌঁছাতে আমাদের কিছুটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল।’

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু এবং আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’

ঊষার আলো-এসএ