UsharAlo logo
বুধবার, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতকে শায়েস্তা করতে ‘১৯৯৬ বিশ্বকাপ মডেল’ অনুসরণের আহ্বান

ঊষার আলো
নভেম্বর ১২, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপে শ্রীলংকার বিপক্ষে খেলতে দেশটিতে সফর করতে অস্বীকৃতি জানিয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। তারা নিরাপত্তা শঙ্কার ধোঁয়া তুলে এই সিদ্ধান্ত নেয়।

শ্রীলংকা নিশ্ছিদ্র নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়ার পরও ওই দুই দেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকায় আইসিসি কঠোর হয়। তারা ওই দুই দেশের বিপক্ষে শ্রীলংকার ম্যাচ বাতিল করে দেশটিকে পূর্ণ ৪ পয়েন্ট দিয়ে দেয়। এতে করে লংকানদের কোয়ার্টার ফাইনালের পথ মসৃণ হয়। পরে অর্জুনা রানাতুঙ্গার শ্রীলংকা সে বিশ্বকাপের শিরোপা জয় করে।

হঠাৎ সেই ১৯৯৬ বিশ্বকাপের ঘটনার বিবরণ দেওয়ার কারণ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সৃষ্ট ঘোলাটে পরিস্থিতিতে আইসিসি এবং পিসিবিকে একই ‘মডেল’ অনুসরণের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে ভারত গোঁ ধরে আছে, তারা রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান সফর করবে না। যদিও পাকিস্তান ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারত সফর করেছিল এই আশায় যে ভারতও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে পা রাখবে। কিন্তু এবার ভারত সাফ জানিয়ে দিয়েছে, তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান সফর করবে না।

এমন পরিস্থিতি ১৯৯৬ বিশ্বকাপের উদাহরণ টেনে বাসিত আলী বলেছেন,  ‘ভারত যদি পাকিস্তানে আসতে অনীহা জানায়, তাহলে ১৯৯৬ বিশ্বকাপের মতো পাকিস্তানের পয়েন্ট চাওয়া উচিৎ। ভারত যদি এখানে (পাকিস্তানে) খেলতে না আসে তাহলে পাকিস্তানকে দুই পয়েন্ট দেওয়া উচিৎ।’

তিনি আরও বলেছেন, ‘স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তানের সব ম্যাচ ঘরের মাঠে খেলা উচিৎ। আর যদি স্বাগতিক ভেন্যু পরিবর্তন হয়, তাহলে পাকিস্তানের উচিৎ টুর্নামেন্ট বয়কট করা।’

ঊষার আলো-এসএ