UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে হুঁশিয়ারি দিল তালেবান

ঊষার আলো
আগস্ট ১৪, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আফগানিস্তানে একের পর এক প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ বড় বড় শহর দখল করে নিচ্ছে তালেবান বিদ্রোহীরা। যার ফলে পতনের মুখে পড়েছে দেশটির ক্ষমতাসীন আশরাফ গনি সরকার।

আজ শনিবার ১৪ আগস্ট সকাল পর্যন্ত দেশটির রাজধানী কাবুল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে তালেবান বিদ্রোহীরা। সেনাবাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে চলছে এক রক্তক্ষয়ী সংঘর্ষ।

এমন অবস্থায় আফগানিস্তানে সৈন্য পাঠানো নিয়ে ভারতকে হুশিয়ারি দিয়েছে তালেবান। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিলেন তালেবানের মুখপাত্র মুহাম্মদ সোহেল শাহীন।

সোহেল শাহিন জানান, আফগানিস্তানে ভারত যদি নিজেদের উপস্থিতির জানান দেয় তবে তা তাদের জন্যে মোটেও ভালো হবে না।

তালেবানের মুখপাত্র মহম্মদ সোহেল শাহীন জানান, ‘আমাদের স্পষ্ট নীতি হলো যে আফগান মাটি ব্যবহার করে কেউ দেশের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না। এছাড়া অন্য কোনো দেশের বিরুদ্ধেও আমাদের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। ’

এরই মধ্যে দশটি প্রাদেশিক রাজধানী ছাড়াও কান্দাহারের মতো বড় শহরে বিজয় পতাকা উড়িয়েছে তালেবানরা।

(ঊষার আলো-এফএসপি)