UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে ১৬০ রানের চ্যালেঞ্জ দিল পাকিস্তান

pial
অক্টোবর ২৩, ২০২২ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে ভারতকে ১৬০ রানের টার্গেট দিল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৫৯ রান করেছে। জয়ের জন্য ভারতের প্রয়োজন মোট ১৬০ রান।

মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ১৫৯ রান করে পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারে পাকিস্তান তুলতে পারে মাত্র এক রান। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তারা হারায় অধিনায়ককে ০ তে সাজঘরে ফেরেন বাবর।
অর্শদীপ সিংয়ের দুর্দান্ত এক ডেলিভারি বাবরের প্যাডে লাগলে আবেদন হয়, আর আঙুল তুলে দেন আম্পায়ার। পাকিস্তান দলপতি অবশ্য রিভিউ নিয়েছিলেন, তবে রিপ্লেতে দেখা যায়, বল তার লেগ স্টাম্পে আঘাত করতো।

দলীয় এক রানের মাথায় প্রথম উইকেট হারানোর পর ১৫ রানে দ্বিতীয় উইকেটেরও পতন ঘটে পাকিস্তানের। এবারও সেই অর্শদীপ সিং। ভারতীয় পেসারকে হুক খেলতে গিয়ে ফাইন লেগ বাউন্ডারিতে ভুবনেশ্বরকে ক্যাচ দেন রিজওয়ান, সে ১২ বলে ৪ রান করেন। পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে মাত্র ৩২ রান নিতে পারে পাকিস্তান।

উইকেট টিকিয়ে রেখে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন শান মাসুদ ও ইফতিখার আহমেদ। ১০ ওভারে পাকিস্তানের বোর্ডে উঠে ৬০ রান।

খাদের কিনারা হতে উইকেট টেকানোর চেষ্টা করেন ইফতিখার আহমেদ আর শান মাসুদ। তিনি দলকে এগিয়ে নিয়েছেন একটু একটু করে। কিন্তু ১২তম ওভারে এসে হঠাৎ যেন খেপে যান ইফতিখার। অক্ষর প্যাটেলের প্রথম চার বলের মধ্যে ৩টি ছক্কা হাঁকান ইফতিখার। ২১ রান তোলা সেই ওভারেই তিনি তুলে নেন ৩২ বলে ফিফটি। তবে তার ঠিক পরের ওভারেই ভয়ংকর এ ব্যাটারকে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি।

মাসুদ আর ইফতিখারের ৫০ বলে ৭৬ রানের তৃতীয় উইকেট জুটিটি ভাঙেন মোহাম্মদ শামি এলবিডব্লিউয়ে। ফিফটি করেই আউট হয়ে যান ইফতিখার। ৩৪ বলে গড়া তার ৫১ রানের ইনিংসে ছিল দুটি চারের সাথে ৪টি ছক্কা।

ইফতিখার ফেরার পর দ্রুত আরো কয়েকটি হারিয়ে বসে পাকিস্তান। শাদাব খান (৫), হায়দার আলি (২), মোহাম্মদ নওয়াজ (৯) ও আসিফ আলি (২) ফেরেন তাড়াহুড়ো করে। ২৯ রান তুলতেই ৫টি উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় পাকিস্তান।

শেষদিকে, লোয়ার অর্ডারের শাহিন শাহ আফ্রিদি ৮ বলে একটি করে চার-ছক্কায় ১৬ আর হারিস রউফ ৪ বলে এক ছক্কায় করেন ৬। শান মাসুদ ৪২ বলে পাচঁ বাউন্ডারিতে ৫২ রানে অপরাজিত থাকেন।

ভারতীয় বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া আর অর্শদীপ সিং।

(ঊষার আলো-এফএসপি)