UsharAlo logo
বৃহস্পতিবার, ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতফেরত ১০ করোনা রোগীর পলায়ন, ‘ভারতীয় ধরন’ ছড়ানোর শঙ্কা

ঊষার আলো
এপ্রিল ২৬, ২০২১ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যশোর জেনারেল হাসপাতাল থেকে ১০ জন ভারতফেরত করোনা রোগী পালিয়েছে। শনিবার সকাল থেকে রবিবার দুপুরের মধ্যে তারা পালিয়ে যায়। হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে সম্প্রতি বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী করোনাভাইরাসের ‘ভারতীয় ধরন’ বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, শনিবার ২৩ এপ্রিল সকাল ১০টা ৫৭ মিনিটে ভারতফেরত কিছু রোগীকে ভর্তি করা হয়। এরপর রবিবারও রোগী আসে। সবমিলিয়ে ২ দিনে ১০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবাইকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠানো হয়েছিল।
হাসপাতালের ভর্তি রেজিস্টার মতে, ভর্তি রোগীরা হলেন, রামকান্তপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী নাসিমা বেগম, বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের রায়পুর গ্রামের ফজর আলীর ছেলে শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলার কালীগঞ্জের জনৈক মনোতোষের স্ত্রী শেফালি রানি, একই গ্রামের একরামের স্ত্রী রোমা, প্রতাপকাটি গ্রামের জালাল উদ্দিনের ছেলে মমিন, যশোর শহরের বিমান অফিস মোড়ের আবুল কাসেমের স্ত্রী ফাতেমা বেগম (৫৭), খালধার রোডের বিশ্বনাথের স্ত্রী মালা দত্ত, সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতেমা বেগম, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামরাইল গ্রামের আহম্মদ সানার ছেলে আমিরুল সানা ও একই জেলার রূপসা এলাকার শের আলীর ছেলে সোহেল। পরদিন সকালের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপকুমার রায় বলেছেন, যারা পালিয়েছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। আশপাশের জেলার সিভিল সার্জনদের কাছে এ বিষয়ে তথ্য নিতে বলা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)