UsharAlo logo
শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ইউটিউব চ্যানেলে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের নিন্দা জামায়াতের

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৪, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ভারত থেকে পরিচালিত ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’ তে ‘চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি দিয়ে’ ভারতীয় উপস্থাপকের বাংলাদেশবিরোধী অপপ্রচারের একটি খবর আজ (১৪ নভেম্বর) নয়া দিগন্তের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।

রিপাবলিকান টিভির ওই উসকানিমূলক ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতি এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, “ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র উপস্থাপক ‘চট্টগ্রামকে ভারতের অংশ করার উসকানি দিয়ে’ বলেছেন যে, ‘চট্টগ্রাম ১৯৪৭ সালে ভারতের হাত ছাড়া হয়ে যায়। এখন কৌশলগতভাবে চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গেলে বঙ্গোপসাগর দখল করা যুক্তরাষ্ট্র বা বিশ্বের কোনো পরাশক্তির পক্ষে সম্ভব নয় বলে উপস্থাপক বলেছেন।

আমি ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র উপস্থাপকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলতে চাই যে, ভারতীয়দের ওই ধরনের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।”

তিনি বলেন, “ওই উপস্থাপক আরও মন্তব্য করেছেন যে, ‘বাংলাদেশে নাকি হিন্দু নিধন করা হচ্ছে। উপস্থাপকের এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, অবান্তর ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরনের মিথ্যা অপপ্রচার বন্ধ করার জন্য আমি ভারতীয় ইউটিউব চ্যানেল ‘রিপাবলিক টিভি’র প্রতি আহ্বান জানাচ্ছি। সেইসঙ্গে ভারতীয়দের এ ধরনের অপপ্রচারের প্রতিবাদ জানানোর ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’