UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের আসাম-মেঘালয়ে বন্যায় ৩১ জনের মৃত্যু

pial
জুন ১৮, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : ভারতের আসাম-মেঘালয় রাজ্যে প্রধান নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। অবিরাম বৃষ্টির মধ্যে রাজ্য ২টির অনেক জায়গায় ভূমিধসের ঘটনা ঘটছে। এতে এই পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে।

আসামের ২৮টি জেলার অন্তত ১৯ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ও নবগঠিত বাজালি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা বলেন, ব্রহ্মপুত্র ও গৌরাঙ্গ নদীর পানি বহু এলাকায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যাকবলিত জেলাগুলোর প্রশাসন সতর্কতা জারি করেছে, জরুরি প্রয়োজন বা কোনো জরুরি চিকিৎসাজনিত প্রয়োজন না হলে মানুষকে বাড়ির বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র : এনডিটিভি

(ঊষার আলো-এসএইস)