ঊষার আলো ডেস্ক : ভারতে উৎপাদিত একলাখ ডোজ করোনার টিকা সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের হাতে হস্তান্তর করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। সেনা সদরে বৃহস্পতিবার (৮ এপ্রিল) জেনারেল আজিজ আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি এই টিকা হস্তান্তর করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর তথ্য মতে, জেনারেল এম এম নারাভানের নেতৃত্বে তিন সদস্যের ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে ঢাকা আসেন।
আইএসপিআর থেকে আরও জানানো হয়, সফরকালে ভারতের সেনাবাহিনী প্রধান আগামী ১১ এপ্রিল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠেয় ‘আর্মি চিফস কনক্লেভ’-এ অংশগ্রহণ করবেন। সফর শেষে ভারতীয় প্রতিনিধি দলটি আগামী ১৩ এপ্রিল ঢাকা ত্যাগ করবে।
(ঊষার আলো-এমএনএস)