UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কাছে যেসব দাবি জানালো বিএনপি

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে চায় ভারত৷ সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার ছাড়াও রাজনৈতিক দলগুলোর সাথে বোঝাপড়া বাড়াতে চায় পার্শ্ববর্তী দেশটি।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এসময় পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যা বন্ধসহ অন্যান্য বিষয়েও কথা হয় বিএনপির প্রতিনিধি দলের সাথে।

এদিন বিকেল ৪টায় শুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।সঙ্গে ছিলেন উপ হাইকমিশনার প্রভন বাধে।

বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে৷ আলোচনায় যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী এবং বিএনপি নেত্রী শামা ওবায়েদ।

প্রায় ঘণ্টাখানেকের একান্ত বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল৷ তিনি জানান, পরিবর্তিত বাংলাদেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয়ের কথা জানিয়েছে ভারত৷

ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, আজকের বৈঠকে পানির ন্যায্য হিস্যা, সীমান্তে হত্যা বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। এসব সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করার কথা জানিয়েছেন ভারতের হাইকমিশনার।