UsharAlo logo
শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের গান্ধী শান্তি পুরস্কার পেলেন বঙ্গবন্ধু

usharalodesk
মার্চ ২২, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করা হয়েছে ।

সোমবার (২২ মার্চ) ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
এতে জানানো হয়েছে, ২০২০ সালের জন্য পুরস্কার ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি জানান, মানবাধিকার ও স্বাধীনতার কান্ডারি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তিনি ভারতীয়দের কাছেও নায়ক। বঙ্গবন্ধুর উত্তরাধিকার এবং অনুপ্রেরণা দুই দেশের ঐতিহ্যকেও ঋদ্ধ করেছে। বঙ্গবন্ধুর দেখানো পথে ২ দেশের বন্ধুত্ব, উন্নয়ন এবং সমৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।

১৯৯৫ সালে মহাত্মা গান্ধীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে গান্ধীজির মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার এ পুরস্কার চালু করেছে। ২০১৯ সালে এ পুরস্কার পেয়েছিলেন ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ। পুরস্কারের নগদ অর্থমূল্য ১ কোটি রুপি। সাথে একটি স্মারক এবং মানপত্রও প্রদান করা হয়। জাতীয়তা, জাতি, ধর্মমত এবং লিঙ্গ নির্বিশেষে এ পুরস্কার দেওয়া হয়।

(ঊষার আলো-আরএম)