UsharAlo logo
বুধবার, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের পেট্রাপোল বন্দরে আগুন!

pial
জুন ১৮, ২০২২ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বাংলাদেশে রপ্তানির অপেক্ষায় ভারতের পেট্রাপোল বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে ব্লিচিংবাহী ট্রাকে আগুন লেগে কয়েক ধরনের ৫টি ট্রাকের পণ্য ভস্মীভূত হয়েছে।

শনিবার (১৮ জুন) ভোর সাড়ে ৫টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে শুক্রবার (১৭ জুন) রাত পৌনে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানাবে বন্দর কর্তৃপক্ষ। পুড়ে যাওয়া ৫টি ট্রাকের মধ্যে ছিল ১টি ব্লিচিংবাহী ট্রাক, ২টি কাগজের রোলবাহী ট্রাক ও ১টি তুলার ট্রাক।

ব্যবসায়ী নেতারা বলছেন, দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারায় বড় ধরনের ক্ষয়-ক্ষতি থেকে বেঁচে গেছে বন্দর। আগামীতে ব্লিচিং পণ্য খোলা ট্রাকের আমদানি না করে কনটেইনারে আমদানির দাবি জানিয়েছে তারা।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতীয় ব্যবসায়ীরা রাতেই ফোন দিয়ে বন্দরের সিডব্লিউসি পার্কিংয়ে ব্লিচিংবাহী ট্রাকে আগুন লাগার কথা জানিয়েছিল। আগুনে ৫টি ট্রাকের পণ্য সম্পূর্ণ পুড়ে গিয়েছে। এসব ট্রাক বাংলাদেশে রপ্তানি পণ্য নিয়ে আসার অপেক্ষায় পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল।

উল্লেখ্য, গত ২ বছরে ব্লিচিং পাউডার থেকে বেনাপোল বন্দরে ৩টি ও ভারতের পেট্রাপোল বন্দরে ২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

(ঊষার আলো-এসএইস)