UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৯২

usharalodesk
জুলাই ২৭, ২০২১ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে ভারী বর্ষণ এবং ভূমিধসে প্রাণহানি বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। এখনো শতাধিক মানুষ নিখোঁজ আছেন। এদিকে আগামী আরও তিন দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে দেশটি আবহাওয়া অফিস জানিয়েছে। কাজে অবস্থার অবনতি ঘটার আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে, আজ আরও ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ১৯২ জনে।

গত ২২ জুলাই হতে ভারী বৃষ্টি শুরু হয় মহারাষ্ট্রে। ফলে মুম্বাইসহ একাধিক এলাকা পানির নিচে। গত ৪০ বছরেও জুলাই মাসে এই পরিমাণ বৃষ্টি মহারাষ্ট্রে হয়নি বলে জানায় আবহাওয়া দফতর।

রাজ্য সরকার জানিয়েছে, কোঙ্কন ও রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ কয়েক দিন ধরেই ভারী বর্ষণে বন্যা ও ভূমিধস হয়েছে। এই পর্যন্ত ২ লাখ ২৯ হাজার মানুষকে বন্যাবিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বন্যা ও ভূমিধসের ফলে আহত হয়েছেন অন্তত ৪৮ জন।

(ঊষার আলো-এফএসপি)