ঊষার আলো রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমরা ভারতের সঙ্গে বাণিজ্য এবং রাজনৈতিক বিষয় এক করে দেখছি না। বাণিজ্যের বিষয় আলাদাভাবে দেখছি। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভারত, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করছি।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক খাদ্যশস্য সাইলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আলী ইমাম মজুমদার আরও বলেন, এসব চাল মজুদের জন্য আশুগঞ্জে একটি আধুনিক খাদ্যশস্য সাইলো নির্মাণের শেষ পর্যায়ে আছে। দ্রুতগতিতে কাজ এগিয়ে যাচ্ছে। আশা করছি এটি আগামী জুনে চালু করতে পারব। এটির কাজ শেষে চালু হলে দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি মনে করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আব্দুল খালেক, উপ-প্রকল্প পরিচালক রাকিবুল হাসান, প্রকল্পের কনসালটেন্ট মুসলেহ, জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, সিনিয়র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাহজাহান আলী, সিনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেদাত আল মারসি, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক, ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল হোসেন প্রমুখ।
এর আগে খাদ্য উপদেষ্টা সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির রেস্ট হাউসে সালাম গ্রহণ করেন। দুপুর সাড়ে ১২টায় আশুগঞ্জে নির্মাণাধীন আধুনিক খাদ্যশস্য সাইলো পরিদর্শনে আসেন। প্রথমেই তিনি নির্মাণাধীন আধুনিক সাইলো পরিদর্শন করেন।
ঊষার আলো-এসএ