ঊষার আলো রিপোর্ট : ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এমস) এ ভর্তি করা হয়েছে। অসুস্থ হওয়ার পর তিনি নমুনা পরীক্ষা করান। এরপর সোমবার(১৯ এপ্রিল) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। ৮৮ বছর হওয়ায় মনমোহন সিং এর ঝুঁকি বেশি। এ কারনে তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনার ২য় ঢেউ রুখতে টিকাকরণে জোর দেওয়ার আর্জি জানিয়ে তিনি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন।
(ঊষার আলো-আরএম)