ঊষার আলো ডেস্ক: ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের চ্যান্সারি প্রাঙ্গণে ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস পালন করেছে। এই বছর স্বাধীনতা দিবসের উদ্যাপন ভারতের স্বাধীনতার ৭৬তম বছরকে চিহ্নিত করে এবং আজাদি কা অমৃত মহোৎসবের চলমান উদ্যাপনের অংশ হিসেবে ব্যাপক উত্সাহ-উদ্দীপনার সঙ্গে এই উদ্যাপন অনুষ্ঠিত হয়। হাই কমিশনার, প্রণয় ভার্মা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান।
এসময় আইজিসিসি শিক্ষকবৃন্দের নেতৃত্বে ভারতীয় সম্প্রদায়ের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। অনুষ্ঠানটিতে ভারতীয় সম্প্রদায় থেকে বিপুল সংখ্যক সদস্যের অত্যন্ত উত্সাহী অংশগ্রহণ পরিলক্ষিত হয়।
ঊআ-বিএস