UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে মদ কিনতে লাগবে করোনা সার্টিফিকেট!

ঊষার আলো
সেপ্টেম্বর ৪, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতে মদ কিনতে গেলে নিতে হবে করোনাভাইরাসের দুই ডোজ টিকা। অন্যথায় মিলবে না কোনো মদ। অর্থাৎ করোনার টিকাকরণ সম্পূর্ণ হলে তবেই কেনা যাবে মদ।

সম্প্রতি এ ঘোষণা দিয়েছে তামিলনাড়ুর নীলগিরি জেলার প্রশাসন। যা নিয়ে বিতর্ক তৈরী হচ্ছে। জেলার সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকাকরণের আওতায় আনতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান সেখানকার জেলা প্রশাসক।

চলতি মাসের ১ সেপ্টেম্বর থেকে নীলগিরি জেলায় এই নিয়ম চালু করা হয়ে বলে জানিয়েছেন সেখানকার জেলা প্রশাসক জে ইনোসেন্ট দিব্যা।

মদ কেনার জন্য কোভিড টিকার সার্টিফিকেট দেখানো নিয়ে দিব্যা বলেন, ‘‘টিকা পাওয়ার যোগ্যদের মধ্যে প্রায় ৯৭ শতাংশকে টিকা দেওয়া হয়েছে। বাড়ি গিয়ে গিয়ে টিকা দেওয়া হয়েছে। কিন্তু কিছু মদ্যপ টিকা নিতে অস্বীকার করেছেন। তাদের দাবি যে, টিকা নিলে দু’-তিন দিন মদ খাওয়া যাবে না। কাজে তারা টিকা নেবেন না। আর এমন কিছু মানুষের জন্যই আমরা ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে পৌঁছাতে পারিনি। সে জন্যই এ রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

কমপক্ষে একটি টিকা নেওয়া থাকলেও মদ কেনা যাবে বলে জানান তিনি।

(ঊষার আলো-এফএসপি)