UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ: (পিসিবি) চেয়ারম্যান

usharalodesk
জুন ৫, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সারা ভারতজুড়ে তাণ্ডব চালাচ্ছে মহামারি করোনাভাইরাস। ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি ম্যাচগুলো আরব আমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এছাড়াও চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে আরও সময় চেয়েছে বিসিসিআই।

কিন্তু তার আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে না। আইপিএলের মতোই আরব আমিরাতে সরিয়ে নেয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপও। এর পেছনের কারণ হিসেবে সেপ্টেম্বর-অক্টোবর মাসের বৃষ্টির কথা উল্লেখ করেছেন এহসান মানি।

এ ব্যাপারে পাকিস্তানের এক সংবাদমাধ্যমে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ যা ভারতে হওয়ার কথা ছিল, সেটা এখন আরব আমিরাতে হবে। আইপিএলের বাকি অংশও তো আরব আমিরাতে নিতে বাধ্য হয়েছে ভারত।’

(ঊষার আলো-এফএসপি)