UsharAlo logo
বৃহস্পতিবার, ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ২৪ ঘণ্টায় অ্যাডিনো ভাইরাসে ৫ শিশুর মৃত্যু

ঊষার আলো
মার্চ ১, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ভারতের পশ্চিমবঙ্গে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে ভাইরাসটিতে ১০ শিশুর মৃত্যু হলো।এদিকে পরিস্থিতি সামাল দিতে নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। নির্দেশনায় বলা হয়, ইমার্জেন্সিতে ২৪ ঘণ্টা শিশুরোগ বিশেষজ্ঞ রাখা হবে।

জ্বর, সর্দির সঙ্গে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে বাচ্চারা। সেই সমস্যার জন্য আলাদা করে সরকারি হাসপাতালে খোলা হচ্ছে ক্লিনিক। ২৪ ঘণ্টা খোলা থাকবে এ ক্লিনিক। কলকাতা মেডিকেল কলেজে আউটডোরের বাইরেও আলাদাভাবে খোলা হচ্ছে ক্লিনিক। কোভিডের জন্য বরাদ্দ ওয়ার্ডে ভর্তি করা যাবে মা-শিশুকে।

২৪ ঘণ্টার জন্য হেল্প লাইন চালু করা হয়েছে।রোগী বেড়ে যাওয়ায় রাজ্যজুড়ে আইসিইউ সংকট প্রকট আকারে দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনায় বেলেঘাটা আইডি হাসপাতালে ২৫টি বেড চালু করা হয়েছে। রেফার রোগী নিয়ে কড়া নির্দেশিকার পরেও জেলা থেকে একের পর এক রোগী আসছেন শহরে।

ঊষার আলো-এসএ