UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোলে

usharalodesk
আগস্ট ৭, ২০২১ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স (লাইফ সাপোর্টসহ) উপহার দিচ্ছেন ভারত সরকার। এই উপহারের ২য় চালানে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে দিয়ে আজ(শনিবার) সকালে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বেনাপোল কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে আজই ঢাকার উদ্দেশে রওনা হবে অ্যাম্বুলেন্সগুলো। এই বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম।

২০২১ সালের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতিতে ৩০টি অ্যাম্বুলেন্স এখন ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে পৌছেছে। বেনাপোল কাস্টমস এবং বন্দরের ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার উদ্দেশে রওনা হবে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে পৌঁছবে বলে নিশ্চিত করেন ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।

এর আগে, এ বছরের ২১ মার্চ ভারত সরকারের উপহারের প্রথম অ্যাম্বুলেন্স (একটি) দেশে পৌঁছায় ।

(ঊষার আলো-আরএম)