UsharAlo logo
শনিবার, ১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত ও বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে : মোদি

usharalodesk
মার্চ ২৬, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও বাংলাদেশকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। তাহলেই আমরা সহজেই লক্ষ্যে পৌঁছাতে পারব।
শুক্রবার (২৬ মার্চ) জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব চিরন্তন অনুষ্ঠানমালার সমাপনীতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী। উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে দুই দেশের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয়দের অংশগ্রহণের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ‘(আমাদের) এমন সম্পর্ক তৈরি করতে হবে, যা কোনোভাবেই ভাঙবে না। কোনো কূটনৈতিক চালের শিকার হবে না।’
অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল ইসলামের কবিতায় সাজানো বক্তৃতায় মোদি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ থেকেও কিছু অংশ বাংলায় উচ্চারণ করেন।
এর আগে বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত হলে মোদিকে অভ্যর্থনা জানান অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
বঙ্গবন্ধুকে দেয়া ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কার এ সময় গ্রহণ করেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা। তিনি ‘মুজিব চিরন্তন’ স্মারক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেন।

(ঊষার আলো-এমএনএস)