UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভারত ও যুক্তরাষ্ট্র থেকে টিকা চাওয়া হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

usharalodesk
মে ৬, ২০২১ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ত্রিশ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র হতে ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব টিকা আনার চেষ্টা চলছে। দেশটি এ ব্যাপারে বেশ আন্তরিক বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (৬ মে) এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশকে টিকা দেওয়ার জন্য মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সব সরঞ্জাম দিচ্ছে।

বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের ৫ লাখ টিকা ১২ মে আসছে বলে পররাষ্ট্রমন্ত্রী গতকাল (৫ মে) জানান। দেশটির কাছ হতে উপহারে টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও চালাচ্ছে বাংলাদেশ বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর পরই মূলত সরকার চীন হতে টিকা পাওয়ার চেষ্টা শুরু করে।

অন্যদিকে রাশিয়ার টিকা স্পুতনিক-ভি টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি নথি অনুসারে জানা যায় টিকা কিনতে চাইলে রাশিয়া বাংলাদেশকে মে মাস থেকেই টিকা দিতে পারবে।

(ঊষার আলো-এফএসপি)