পাকিস্তানের সঙ্গে যুদ্ধাবস্থার ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বিশেষ করে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হচ্ছে উত্তর ভারতের বড় শহরগুলো। আইপিএলের বেশিরভাগ ভেন্যু ভারতের সেই অংশেই অবস্থিত। তাই টুর্নামেন্ট স্থগিতের মতো সিদ্ধান্ত নিতে হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে।
যদিও এক সপ্তাহ পরেই যেন আইপিএল ফের শুরু করা যায়, সেজন্য বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ এখন প্ল্যান বি নিয়ে কাজ করছে বলে শোনা যাচ্ছে। তবে সেই প্ল্যান বি’র জন্য অপেক্ষা না করেই ভারত ছাড়তে শুরু করেছেন আইপিএলের বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটার ও কোচিং স্টাফরা।
যদিও আইপিএল কর্তৃপক্ষ টুর্নামেন্ট শুরুর ঘোষণা দিলেই বিদেশিরা আবার ভারতে ফিরবেন বলে আশা করছেন ফ্র্যাঞ্জাইজি মালিকরা।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিসিসিআই এক সপ্তাহ পরই আইপিএল শুরুর ব্যাপারে সচেষ্ট। সেজন্য অপেক্ষাকৃত নিরাপদ দক্ষিণ ভারতের তিন শহর চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করতে চায় তারা।
তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের ধারণা, এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত হলেও যে দ্রুততার সঙ্গে পরিস্থিতির অবনতি হচ্ছে, তাতে চলতি মাসে আইপিএল ফের মাঠে গড়ানোর সম্ভাবনা নেই বললেই চলে। ক্রিকেটারদেরও তেমনই বার্তা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আইপিএলের লিগ পর্ব, প্লে অফ ও ফাইনাল মিলিয়ে এখনো ১৬টি ম্যাচ বাকি আছে।
ঊষার আলো-এসএ