UsharAlo logo
সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান বিরোধের মারপ্যাঁচে বাংলাদেশ

usharalodesk
মার্চ ৩০, ২০২৩ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপ পাকিস্তানে হলে ভারত খেলবে নিরপেক্ষ ভেন্যুতে, এমনটাই গুঞ্জন আছে ক্রিকেট মহলে। বুধবার (২৯ মার্চ) সেখানে পাল্টা আক্রমণ করে পাকিস্তান। ভারতের ফাঁদে ভারতকে ফেলে একই নিয়মে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো তারাও ভিন্ন দেশে খেলতে চায়। আর সেই দেশ হতে পারে বাংলাদেশ; এমনটাই দাবি করে ইএসপিএন ক্রিকইনফো। তবে বিসিবি’র দাবি তারা এর কিছুই জানেন না এখনো।

এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের সমস্যা যেন কাটছেই না। বেশ কয়েকবার আলোচনা হলেও মেলেনি কোনো সমাধান। সেপ্টেম্বরে পাকিস্তানে হবে এশিয়া কাপ, আর অক্টোবরে ভারতে বসবে বিশ্বকাপ; তবে দুটো দলের কেউই একে অপরের দেশে যেতে রাজি নয়।

এদিকে পুরো এশিয়া কাপই পাকিস্তান থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব করেছিল ভারত। যদিও পিসিবি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় ভারত। এরপর তারা করে বসে অদ্ভুত আবদার, শুধু নিজেদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়। তাদের এমন প্রস্তাব ভালোভাবে নেয়নি পাকিস্তান। তারাও বিপরীত চালে একইভাবে নিরপেক্ষ ভেন্যু থেকে অংশ নিতে চায় বিশ্বকাপে।

এরই মধ্যে আইসিসির কাছে পিসিবি বিশ্বকাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়া অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়ে ফেলেছে। আর জানিয়ে দিয়েছে ভারত তাদের সিদ্ধান্ত না বদলালে এই সিদ্ধান্তেই অনড় থাকবে তারা। আর ভেন্যু হিসেবে তাদের প্রথম পছন্দ বাংলাদেশ, এমনটাই দাবি ইএসপিএন ক্রিকইনফোর৷

তবে ক্রিকইনফোর এমন দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।

একটি শীর্ষস্থানীয় পত্রিকাকে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার বিষয় আছে।’