ঊষার আলো প্রতিবেদক : জরুরি প্রয়োজনে ভিসা থাকলে ভারতে যেতে পারবেন বাংলাদেশী নারগরিকরা। দেশে চলমান লকডাউন উপলক্ষে শুধুমাত্র ভিসার আবেদন নেওয়া বন্ধ রেখেছে ভারতীয় হাই কমিশন। যাদের ভারতে প্রবেশের ভিসা রয়েছে তারা চাইলে ভারতে প্রবেশ করতে পারবেন। আর লকডাউন থাকলেও মালামাল বা পন্য পরিবহন সচল রয়েছে স্থলবন্দরগুলোতে।
ভারতীয় হাই কমিশন সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রটি জানিয়েছে, বাংলাদেশ সরকারের ঘোষিত লকডাউন উপলক্ষে নতুন ভিসা আবেদন নেওয়া বন্ধ থাকবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত। লকডাউনের মেয়াদ যদি বাড়ানো হয় তবে ভিসা আবেদন নেওয়াও বন্ধ থাকবে। লকডাউন উঠে গেলে পুনরায় ভিসা আবেদন নেওয়া হবে। যারা ইতোমধ্যে ভিসা নিয়েছেন তারা চাইলে ভারতে প্রবেশ করতে পারবেন। লকডাউন চলাকালে যেহেতু কোন ভিসা আবেদন নেওয়া হচ্ছে না, তাই এই সময়ে নতুন কোন ভিসাও ইস্যু হবে না। তবে সকল স্থল বন্দরে পন্য পরিবহন স্বাভাবিক রয়েছে। শুধুমাত্র ভ্রমন ভিসা বাদে অন্য সকল ভিসা চালু রাখা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় ভারত সরকার ভ্রমন ভিসা বন্ধ রেখেছে। যেকোন মুহূর্তে ভ্রমন ভিসাও চালু হতে পারে। মেডিকেল, ব্যবসা, স্টুডেন্ট, এন্ট্রি ভিসাসহ অন্য সকল ভিসা আগে থেকেই চালু ছিল। এসকল ক্যাটাগরিতে যারা আবেদন করে ইতোমধ্যে ভিসা গ্রহণ করেছেন তারা চাইলে ভারতে যেতে বাধা নেই। তবে ভারতে প্রবেশের ক্ষেত্রে করোনা নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।