UsharAlo logo
সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপল তিব্বত

ঊষার আলো ডেস্ক
মে ১২, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ভূমিকম্পে কেঁপে উঠেছে চীনের তিব্বতের শিগাতসে শহর। সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।  তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চীনা ভূমিকম্প প্রশাসনের (সিইএ) এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

ভারতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) এবং চীনা ভূমিকম্প প্রশাসনের (সিইএ) জানিয়েছে, ভূমিকম্পটি সোমবার (১২ মে) স্থানীয় সময় ভোর ৫টা ১১মিনিটে শিগাতসে শহরের কাছে আঘাত হানে।

প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটি ২৯.০২° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৮° পূর্ব দ্রাঘিমাংশে, ১০ কিমি গভীরতায় আঘাত হানে।

জানা যায়, প্রশাসন থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। অত্যন্ত অগভীর এই ভূমিকম্প হওয়ায় পরবর্তীতে আফটারশক বা মৃদু কম্পনের আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে, তিব্বতের টিংরি কাউন্টিতে ৬ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে ১২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

ঊষার আলো-এসএ