ঊষার আলো ডেক্স : ভোলার দৌলতখান উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে মাদ্রাসার ছাত্রাবাস সহ বেশকিছু বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থীও।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মে) দুপুরে ভোলার বাংলাবাজার এলাকায় জামেয়া গাফফারিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্রাবাস সহ একই এলাকায় গাছ পড়ে ৫ টি বসতঘর দুমড়েমুচড়ে যায়। এছাড়াও গাছপালা উপড়ে পড়ে বৈদ্যুতিক সংযোগ বিছিন্ন হয়ে যায়।
ক্ষতির সম্মুখীন মাদ্রাসার শিক্ষকরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ক্লাস চলাকালীন সমময় হঠাৎ ঝড়ে মাদ্রাসার ক্লাস রুম, ছাত্রাবাস ও লাইব্রেরিসহ ৪ টি ঘর দুমড়েমুচড়ে যায়। এই সময় মাদ্রাসার ৮০ থেকে ৯০ জন ছাত্রকে উদ্ধার করে পাশের মসজিদে নেওয়া হয় জানিয়ে তিনি বলেন, ৫ জন ছাত্র আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক ই-ইলাহী চৌধুরী বলেন, আকস্মিক ঝড়ে বাংলাবাজার এলাকায় ১ টি মাদ্রাসাসহ কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসনের প্রতিনিধি পাঠানো হয়। তালিকা তৈরি করে সাহায্য প্রদান করা হবে বলে জানান তিনি।
(ঊষার আলো-এসএইস)