UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলকোটে ১৬ দলীয় ফুটবলে জয় পেল নওয়াপাড়া 

koushikkln
নভেম্বর ৬, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

কেশবপুর (যশোর ) প্রতিনিধি : কেশবপুরের মঙ্গলকোট নবারুন সংঘের আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শণিবার মঙ্গলকেট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ফুটবল একাদশ ও গৌরীঘোনা ফুটবল একাদশ খেলায় অংশগ্রহণ করে। নওয়াপাড়া ফুটবল একাদশ গৌরীঘোনা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে। প্রথম গোলদাতা ছিলেন, নওয়াপাড়া ফুটবল একাদশের রাহাত আলী।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছলেন, ৫ নং মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বজলুর রহমান সরদার, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, মঙ্গলকোট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, মঙ্গলকোট শহীদ খালেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার কর্মকার।
খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন, বীরেশ্বর মন্ডল, আলমগীর হোসেন ও শওকত হোসেন। ধারা বিবরণীতে ছিলেন, মো: মাহি উদ্দীন ও মো: দেলোয়ার হোসেন। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ঐতিহ্যবাহী মঙ্গলকোট স্কুল মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে মাঠের চারপাশে হাজারও দর্শনার্থীদের সমাগম ঘটে। বিদ্যালয় ও আশেপাশের দালানের ছাদ দর্শনার্থীতে ভরা ছিল।
মঙ্গলকোট নবারুন সংঘের সভাপতি মো: আবুল কালাম ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান সুজন জানান, খেলাটি করনাকালীন সময়ের জন্য বন্ধ ছিল।
ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ান ও রানার্স আপ পুরস্কার দুইটি দান করেছেন, মঙ্গলকোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বর পদপ্রার্থী আব্দুর রহিম মোড়ল।
খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মঙ্গলকোট নবারুন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক খেলোয়ার মতিয়ার রহমান বিশ্বাস, ক্রীড়ামোদী আবুল হোসেন মোড়ল, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য (সংরক্ষিত ১নং ওয়ার্ড) নাদিরা বেগম,  ১নং ওয়ার্ড ইউপি সদস্য রায়হান,২নং ওয়ার্ড ইউপি সদস্য আশরাফ আলী, ১নং ওয়ার্ড ইউপি সাবেক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দীন গোলদার, মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মিজানুর রহমান, প্রাক্তন ইউপি সদস্য ডা : শিবপদ কুন্ডু, বিশিষ্ট ব্যাবসায়ী আশুতোষ হালদার, আওয়ামীলীগ নেতা সাজ্জাত আলী মোড়ল, কামরুজ্জামান লিটন প্রমূখ।