UsharAlo logo
বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি না, সিদ্ধান্ত বৃহস্পতিবার

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

নববর্ষের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি না- আগামী বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার সচিবালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন।

নববর্ষের শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়টি আলোচিত হচ্ছিল। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আগামী ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সভা হবে সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবে। তবে নাম পরিবর্তন নিয়ে আজ কোনো আলোচনা হয়নি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করে সেহেতু তারাই এ বিষয় সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে ঢাকা এবং সারা দেশ জুড়ে বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর কী কী অনুষ্ঠান হচ্ছে এর হাইলাইটগুলো নিয়ে আগামীকাল একটা সংবাদ সম্মেলন হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হবে, এ প্রেস কনফারেন্সটা কখন কোথায় হবে। সেখানে আমরা লিখিত আকারে বিস্তারিত দিয়ে দেবো কোথায় কখন কী হচ্ছে, না হচ্ছে।

ঊষার আলো-এসএ