মোঃ মেহেদী হাসান, মণিরামপুুর : যশোরের মণিরামপুরে দু:স্থ ১৫ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। এদেরমধ্যে ভ্যানচালক, ভিক্ষুক, বিধবা, স্বামী পরিত্যাক্তা ও তরকারি বিক্রেতা রয়েছেন। শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলার কাশিমনগর, ভোজগাতী, ঢাকুরিয়া ও খানপুর ইউনিয়ন ঘুরে সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ এই ত্রাণসামগ্রী পৌঁছে দেন। ত্রাণের প্রতি প্যাকেটে রয়েছে আট কেজি চাল, এক কেজি তেল, এক কেজি ডাল ও একটি সাবান। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ চন্দ্র সরকার এসময় এসিল্যান্ডের সাথে উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ বলেন, শুক্রবার (৭ মে) বেলা ১১টা থেকে তিন চার ঘন্টাব্যাপী খানপুর, ঢাকুরিয়া, ভোজগাতী ও কাশিমনগর ইউনিয়ন ঘুরে প্রকৃত দু:স্থদের খুঁজে ১৫ জনের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।
(ঊষার আলো-এমএনএস)