UsharAlo logo
শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য আহত

ঊষার আলো
এপ্রিল ২৫, ২০২১ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মণিরামপুর প্রতিনিধি : মণিরামপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান (৩৫) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২৫ এপ্রিল) বেলা ১০টায় পুলেরহাট-রাজগঞ্জ সড়কের খেদাপাড়া বাজারে ঘটনাটি ঘটে। আহত মনিরুজ্জামান মাগুরা স্টেডিয়াম পাড়ার অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক বাবর আলীর ছেলে। তিনি সাতীরার তালা থানায় ডিএসবি শাখায় কর্মরত। সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে মাগুরা থেকে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে খেদাপাড়া বাজারের দণিমাথায় পৌঁছুলে মোড় ঘুরতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে। তখন ছিটকে পড়ে গুরুত্বর আহত হন মনিরুজ্জামান। খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম রসুল মনিরুজ্জামানের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত পুলিশ সদস্যকে মণিরামপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পড়ে গিয়ে তিনি দেহের কয়েকস্থানে রক্তাক্ত জখম হয়েছেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও প্রাইভেটকার ক্যাম্পের হেফাজতে আছে।

(ঊষার আলো-আরএম)