UsharAlo logo
সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

মধুখালীতে গাছের সঙ্গে ধাক্কায় ট্রাকচালক-হেলপার নিহত

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১৫, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। এসময় ট্রাকটি উলটে খাদে পড়ে যায়।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা হেলপার মো. হায়দার আলী (৩২)।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই একটি ট্রাক গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে গাছে ধাক্কা লাগে। এতে ট্রাকটি উলটে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, লাশ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতের পরিবার-স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঊষার আলো-এসএ